সবুজদেশ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে দেশটির নিহত সেনার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল চার লাখ পাঁচ হাজার ৪০০ জন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটির চার লাখ পাঁচ হাজার ৩৯৯ জন সেনা নিহত হয়।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটি।  এমন চ্যালেঞ্জের মধ্যেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।  তার প্রশাসনে মহামারি মোকাবিলাকে সর্বাধিক গুরুত্ব দেবে বলে জানিয়েছেন।

বুধবার শপথের পর বাইডেন বলেছেন, ‘এই কালো শীতের জন্য আমাদের সব শক্তি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সম্ভবত ভাইরাসের সবচেয়ে কঠিন ও প্রাণঘাতি সময়ে প্রবেশ করতে যাচ্ছি।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here