সবুজদেশ ডেক্সঃ বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী বিদেশি শিক্ষার্থীদের ধরতে মিশিগানের ফার্মিংটন হিলস-এ ভুয়া বিশ্ববিদ্যালয়ের নাম করে জাল পাতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। যে ফাঁদে পা দিয়ে আটক হয়েছে ৬০০ ভারতীয় শিক্ষার্থী। অভিবাসন নিয়ম না মানার ‘অপরাধে’ তাদের অভিযুক্ত করা হয়েছে।

আমেরিকান তেলেগু এসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি সম্প্রতি একটি তল্লাশি অভিযান চালায়। এরপরই শত শত ভারতীয় শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। তাদের যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্যে ৮ জন স্টুডেন্ট রিক্রিউটারকে আটক করা হয়েছে।ভারতীয় শিক্ষার্থীদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে আমেরিকান তেলেগু এসোসিয়েশন। ইতিমধ্যে আটলান্টায় ভারতের কনসুলেট জেনারেল ডা স্বাতী বিজয় কুলকার্নি এবং ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দেখা করে সম্পূর্ণ ঘটনার কথা জানিয়েছে সংস্থাটি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here