ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি নয়, যুদ্ধই চলবে: রাশিয়া

  • Reporter Name
  • Update Time : ০৮:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ১৪৬ Time View

সবুজদেশ ডেস্কঃ

ইউক্রেনের সঙ্গে এখন রাশিয়া যুদ্ধবিরতির আলোচনা করতে চায় না। কারণ তারা এখনো তাদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি। ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কূটনৈতিক জোসেফ বোরেল জানিয়েছেন এমন তথ্য। 

এ ব্যাপারে জোসেফ বোরেল বলেন, বর্তমানে রাশিয়া কোনো কিছু নিয়ে আলোচনা করতে চায় না। তারা চায় দখলদারিত্ব কায়েম করতে। 

তিনি আরও বলেন, রাশিয়া চায় ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দিতে। তারা তখনই আন্তরিকভাবে আলোচনা করবে যখন তারা শক্ত অবস্থানে পৌঁছাবে।

জোসেফ বোরেল আরও জানিয়েছেন, ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আরও মারণাস্ত্র পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। 

এদিকে ইউরোপীয় ইউনিয়ন তাদের ইতিহাসে এবারই প্রথমবারের মতো কোনো দেশকে অস্ত্র সহায়তা দিয়েছে। 

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর পশ্চিমাদেশগুলো আলাদাভাবে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। 

তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বাইরে থেকে ইউক্রেনে অস্ত্রের বহর আসা মাত্র তারা হামলা চালাবে। 

সূত্র:আল জাজিরা

Tag :