ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যুবকের প্যান্টের পকেটে সোয়া কোটি টাকার স্বর্ণ

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে।

 

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে (৩৪) এক যুবককে ছয়টি স্বর্ণের বারসহ আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদরের দাইতলা এলাকায় ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।

জব্দকৃত সোনার ওজন ৭৩৫ গ্রাম; যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দার লুকানো ছিল সোনার বারগুলো।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছেন। এগুলো তিনি যশোরের বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটক আবু বকর সিদ্দিক যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

যুবকের প্যান্টের পকেটে সোয়া কোটি টাকার স্বর্ণ

Update Time : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

 

বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিক নামে (৩৪) এক যুবককে ছয়টি স্বর্ণের বারসহ আটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদরের দাইতলা এলাকায় ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়।

জব্দকৃত সোনার ওজন ৭৩৫ গ্রাম; যার বাজার মূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দার লুকানো ছিল সোনার বারগুলো।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছেন। এগুলো তিনি যশোরের বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটক আবু বকর সিদ্দিক যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সবুজদেশ/এসএএস