যেখান থেকে খুশি অস্ত্র কিনব, হুঙ্কার এরদোগানের
সবুজদেশ ডেস্কঃ
তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। তিনি বলেন, আমেরিকা যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করতো তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতো না।
মার্কিন গণমাধ্যম দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাটিকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। নিউইয়র্ক টাইমস লিখেছে, সাক্ষাৎকারে এরদোগান জোর দিয়ে বলেছেন যে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি ন্যাটো জোটকে ছোট করেননি।
এরদোগান বলেন, আমাদের প্রয়োজন মেটাতে অস্ত্র কিনেছি। কোন দেশ থেকে কোন অস্ত্র কিনছি সেটি সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমরা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শক্তি বাড়াতে পারি।
এর আগে গত শনিবার সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক। কেউ তাতে বাধা দিতে পারবে না।
সূত্র : পার্সটুডে