রংপুর প্রতিনিধিঃ

রংপুর মহানগরীর যানজট নিরসনে এবং অবৈধ অটো রিক্সার চলাচল প্রতিরোধে মোবাইল এ্যাপস এর মাধ্যমে অটো রিক্সা লাইসেন্স ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছেন রংপুর সিটি কর্পোরেশন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নগর ভবনের সভা কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা।

বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, বিপিএম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোঃ আল ইমরান, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায়, টিআই (উত্তর) দেলোয়ার হোসেন, কাউন্সিলর মুক্তার হোসেন, আব্দুর রহমান দেওয়ানী, সাইফুল ইসলাম ও ফেরদৌসী বেগম।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here