ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাকিবের গোলে হংকংয়ে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে।

 

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে ছিলেন হামজারা। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে ৮৪ মিনিটে বাংলাদেশের পক্ষে সে গোল শোধ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা।

জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিকে ম্যাট ওর-এর গোল করতে ভুল হয়নি। সেই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন ‘লাইফলাইন’ পায় বাংলাদেশ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন অলিভার গেরবিগ। জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

এরপর দশজনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

সেই গোলকে সম্বল করেই শেষ পর্যন্ত হংকংয়ের মাঠ থেকে এক পয়েন্ট ঝুলিতে নিয়ে ফিরছে বাংলাদেশ।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

রাকিবের গোলে হংকংয়ে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

Update Time : ০৯:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

 

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ০-১ গোলে পিছিয়ে ছিলেন হামজারা। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় স্বাগতিক হংকং। তবে ৮৪ মিনিটে বাংলাদেশের পক্ষে সে গোল শোধ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন।

হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে হামজাদের শুরুটা মন্দ হয়নি। স্বাগতিকদের আক্রমণ সামাল দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে ফাউল করে বসলে পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা।

জাপানিজ রেফারি পেনাল্টির বাঁশির সঙ্গে হলুদ কার্ড দেখান। স্পট কিকে ম্যাট ওর-এর গোল করতে ভুল হয়নি। সেই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে হংকং দশ জনের দলে পরিণত হলে ম্যাচে যেন ‘লাইফলাইন’ পায় বাংলাদেশ৷ মিডফিল্ডের মাঝামাঝি জায়গায় বাংলাদেশের শমিতকে সাইডলাইনের পাশে ফাউল করেন অলিভার গেরবিগ। জাপানিজ রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

এরপর দশজনের হংকংকে চেপে ধরে বাংলাদেশ। তাতে গোলও আদায় করে নিয়েছে। ম্যাচের ৮৪ মিনিটে বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে ক্রস করেন। ফাহমিদুল সুন্দরভাবে হেডে বল নামিয়ে রাকিবকে দেন। রাকিব সুন্দরভাবে প্লেসিংয়ে গোল করেন।

সেই গোলকে সম্বল করেই শেষ পর্যন্ত হংকংয়ের মাঠ থেকে এক পয়েন্ট ঝুলিতে নিয়ে ফিরছে বাংলাদেশ।

সবুজদেশ/এসএএস