ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজ-শিল্পার দাম্পত্য ‘সমাপ্তি’!

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ১৬৯ Time View

ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

‘আমরা অতীতে ফিরে গিয়ে শুরুটা বদলাতে পারব না। কিন্তু নতুন শে‌ষ তৈরি করতে পারব ভবিষ্যতে।’ শনিবার সকালে এমনই বার্তা দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। ‘সমাপ্তি’-র কথা বললেন রাজ কুন্দ্রার স্ত্রী। তা ছাড়া জীবনের ভুল নিয়েও বার্তা দিলেন তিনি। পর্নো রাজের হাজতবাসের মধ্যেই এমন বার্তা কেন দিলেন শিল্পা? তবে ‘ভুল শুধরে’ তার স্বামীর সাথে বিচ্ছেদের কথা ভাবছেন তিনি?

শিল্পা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের এক প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’। তাতে ইংরেজি ভাষায় লেখা, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি। এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু অতীতে ফিরে গিয়ে এ সব বদলাতে পারব না। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সাথে ভালোভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যৎ নতুন করে তৈরি করতে পারি।’ ছবির সাথে কেবল একটি লাল হৃদয়ের চিহ্ন জুড়ে দিয়েছেন তিনি।

ঠিক এর দিন তিনেক আগে রাজের নামে ১৪ শ’ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তারই একটি অংশে শিল্পার বক্তব্য লেখা হয়েছে। সেখান থেকেই জানা গেছে, শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ ও ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। শিল্পার বক্তব্য, ‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে ওইসব খবর রাখতাম না।’ পুলিশ জানিয়েছে, পর্নো বানিয়ে ওই দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

সূত্র : আনন্দবাজার

Tag :