ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাত পোহালেই কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন

 

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর ১৭৪ নং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটারদের মাঝে চলছে শেষ মুহুর্তের উৎসাহ উদ্দীপনা। প্রার্থীরাও শেষ সময়ের মত ভোট ভিক্ষায় ব্যস্ত রয়েছেন। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ৩ সদস্যের নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনসূত্রে জানাগেছে, কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ভোট বুধবার সকাল ৮ টা থেকে কোন রকমের বিরতি ছাড়া বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬ শ ৭। নির্বাচনে ২১ টি পদের জন্য মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

একাধিক সাধারন ভোটার জানান, বিগত সরকারের আমলে তাদের এ সংগঠনটিতে কোন ধরনের অংশিদারিত্বমূলক নির্বাচন হয়নি। তাদের অভিযোগ ২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীনরা একটি পাতানো নির্বাচন করে এ সংগঠনটিকে দূর্বল করে দেয়। এরপর ২০১৯ ও ২০২২ সালে একইভাবে আরও দুটি পাতানো এক তরফা নির্বাচন করে তাদের পছন্দের লোকদেরকে ক্ষমতায় বসিয়ে শ্রমিকদের তিলে তিলে জমানো অর্থ লোপাট করে। সেখান থেকে বের হতে শ্রমিকরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে নির্বাচনে তারা ভোটাধিকার ফিরে পেয়েছেন। আশা করছেন ভোট অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে।

শ্রমিক নেতা বর্তমান সাধারন সম্পাদক পদের প্রার্থী আব্বাচ আলী জানান, বিগত আওয়ামীলীগ সরকারের ১৭ বছর দেশের সব নির্বাচনের মত তাদের শ্রমিক সংগঠনটিতেও পাতানো খেলা করা হয়েছে। ভোটের নামে হাসিনার অনুসারীদেরকে চেয়ারে বসিয়ে শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ তছরুপ করা হয়েছে। তিনি আরও বলেন, চলমান নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী হলেও তার সঙ্গে শ্রমিকরা কাঁধে কাধ মিলিয়ে ভোট করছেন। এক কথায় নির্বাচন ঘিরে সকলের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে।

সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান একই পদের প্রার্থী রাশেদুল আলম খোকন বলেন, শ্রমিকদের নির্বাচন ঈদ উৎসবের মত। কিন্ত সেই উৎসব শ্রমিকদের কাছ থেকে বিগত আওয়ামী সরকারের লোকজন কেড়ে নিয়েছিল। তিনি বলেন, শ্রমিকরা সকলে ভাই ভাই কেউ প্রতিদ্বন্ধি প্রার্থী হয়ে বিপক্ষে ভোট করলেও কোন ধরনের হিংসা বিদ্বেষ নেই। এ নির্বাচন শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ হবে বলে শতভাগ আশাবাদী।

আরেক প্রবীন শ্রমিকনেতা এবারও সভাপতি পদের প্রার্থী নুরুল ইসলাম জানান, এই শ্রমিক সংগঠনটিতে শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রম ও অর্থে অত্যন্ত মজবুত ছিল। কিন্ত বিগত সরকারের আমলে শ্রমিকদের সেই ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। সে সময়ে কিছু লোক সরকারের দোসর হয়ে শ্রমিকদের অধিকার বঞ্চিত করেছিল। তবে এখন শ্রমিকরা ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কমিশনের অধিনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হবে বলে তিনিসহ সকল শ্রমিকরা মনে করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু জানান, নির্বাচল উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে তারা অঙ্গিকারাবদ্ধ। তিনি বলেন এ নির্বাচনের মাধ্যমে শ্রমিক শ্রেণীর এ মানুষগুলোর ভোটাধিকার ফেরাতে তাদের ৩ সদস্যের কমিটি রাত দিন কাজ করছেন। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সাহায্য করবে। কাজেই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে এতে কোন সন্দেহ নেই। তাদের এ নির্বাচন পরিচালনা কমিটি অর্থাৎ নির্বাচন কমিশন সকলের সহযোগীতা কামনা করেছেন।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

রাত পোহালেই কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন

Update Time : ০৯:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

 

রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর ১৭৪ নং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোটারদের মাঝে চলছে শেষ মুহুর্তের উৎসাহ উদ্দীপনা। প্রার্থীরাও শেষ সময়ের মত ভোট ভিক্ষায় ব্যস্ত রয়েছেন। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ৩ সদস্যের নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রকার প্রস্ততি সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশনসূত্রে জানাগেছে, কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের ভোট বুধবার সকাল ৮ টা থেকে কোন রকমের বিরতি ছাড়া বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬ শ ৭। নির্বাচনে ২১ টি পদের জন্য মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

একাধিক সাধারন ভোটার জানান, বিগত সরকারের আমলে তাদের এ সংগঠনটিতে কোন ধরনের অংশিদারিত্বমূলক নির্বাচন হয়নি। তাদের অভিযোগ ২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীনরা একটি পাতানো নির্বাচন করে এ সংগঠনটিকে দূর্বল করে দেয়। এরপর ২০১৯ ও ২০২২ সালে একইভাবে আরও দুটি পাতানো এক তরফা নির্বাচন করে তাদের পছন্দের লোকদেরকে ক্ষমতায় বসিয়ে শ্রমিকদের তিলে তিলে জমানো অর্থ লোপাট করে। সেখান থেকে বের হতে শ্রমিকরা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে নির্বাচনে তারা ভোটাধিকার ফিরে পেয়েছেন। আশা করছেন ভোট অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে।

শ্রমিক নেতা বর্তমান সাধারন সম্পাদক পদের প্রার্থী আব্বাচ আলী জানান, বিগত আওয়ামীলীগ সরকারের ১৭ বছর দেশের সব নির্বাচনের মত তাদের শ্রমিক সংগঠনটিতেও পাতানো খেলা করা হয়েছে। ভোটের নামে হাসিনার অনুসারীদেরকে চেয়ারে বসিয়ে শ্রমিকদের ঘাম ঝরানো অর্থ তছরুপ করা হয়েছে। তিনি আরও বলেন, চলমান নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী হলেও তার সঙ্গে শ্রমিকরা কাঁধে কাধ মিলিয়ে ভোট করছেন। এক কথায় নির্বাচন ঘিরে সকলের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে।

সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান একই পদের প্রার্থী রাশেদুল আলম খোকন বলেন, শ্রমিকদের নির্বাচন ঈদ উৎসবের মত। কিন্ত সেই উৎসব শ্রমিকদের কাছ থেকে বিগত আওয়ামী সরকারের লোকজন কেড়ে নিয়েছিল। তিনি বলেন, শ্রমিকরা সকলে ভাই ভাই কেউ প্রতিদ্বন্ধি প্রার্থী হয়ে বিপক্ষে ভোট করলেও কোন ধরনের হিংসা বিদ্বেষ নেই। এ নির্বাচন শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ হবে বলে শতভাগ আশাবাদী।

আরেক প্রবীন শ্রমিকনেতা এবারও সভাপতি পদের প্রার্থী নুরুল ইসলাম জানান, এই শ্রমিক সংগঠনটিতে শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রম ও অর্থে অত্যন্ত মজবুত ছিল। কিন্ত বিগত সরকারের আমলে শ্রমিকদের সেই ভোটের অধিকার কেড়ে নেয়া হয়। সে সময়ে কিছু লোক সরকারের দোসর হয়ে শ্রমিকদের অধিকার বঞ্চিত করেছিল। তবে এখন শ্রমিকরা ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কমিশনের অধিনে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হবে বলে তিনিসহ সকল শ্রমিকরা মনে করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু জানান, নির্বাচল উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ শান্তিপূর্ণ করতে তারা অঙ্গিকারাবদ্ধ। তিনি বলেন এ নির্বাচনের মাধ্যমে শ্রমিক শ্রেণীর এ মানুষগুলোর ভোটাধিকার ফেরাতে তাদের ৩ সদস্যের কমিটি রাত দিন কাজ করছেন। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যে কোন ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সাহায্য করবে। কাজেই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে এতে কোন সন্দেহ নেই। তাদের এ নির্বাচন পরিচালনা কমিটি অর্থাৎ নির্বাচন কমিশন সকলের সহযোগীতা কামনা করেছেন।

সবুজদেশ/এসইউ