রাশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
সবুজদেশ ডেস্কঃ
রাশিয়ার পূর্ব অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা সব আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে বুধবার দেশটির খাবারোভস্ক এলাকায় ছয় ক্রু নিয়ে বিমানটি হারিয়ে যায়।
রাশিয়ার জরুরি সেবা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। উঁচু এলাকায় বিধ্বস্ত হয়েছিল বিমানটি।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘দুর্ভাগ্যবশত বিধ্বস্তের কারণে কেউ বেঁচে নেই।’
সূত্র: রেডিও ফ্রি ইউরোপ