রাষ্ট্রদূত বুধবার বিকেলে বঙ্গভবনে গিয়ে বিদায়ী সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সাংবাদিকদের তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং বেলজিয়ামের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমান্বয়ে বাড়ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময় খুবই জরুরি।“
রাষ্ট্রপতি এসময় রোহিঙ্গা সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বেলজিয়ামের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।
বাংলাদেশে বেলজিয়ামের আবাসিক মিশন চালু করার উদ্যোগ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় রাষ্ট্রদূত বলেন, “বেলজিয়ামের অনেক বিনিয়োগকারী বাংলাদেশে বিভিন্ন খাতে, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ করছে।”
বাংলাদেশের জনগণের সহযোগিতা ও আতিথেয়তারও প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রদূত রোহিঙ্গা সঙ্কটের অবসানে বাংলাদেশের নেওয়া বিভিন্ন কার্ক্রমেরও ভূয়সী প্রশংসা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।