ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ সেনারা চলে যাওয়ার পর মিলল কয়েকশ লাশ 

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ১৩৫ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে সেপ্টেম্বরে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। ওই সময় খারকিভে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তাদের তড়িৎ গতির আক্রমণে রুশ সেনারা টিকতে পারেনি। ফলে তারা লুহানেস্কের দিকে পিছিয়ে যায়। 

রুশ সেনারা খারকিভ ছাড়ার পরই শোনা যাচ্ছিল সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। 

খারকিভ পুলিশের কর্মকর্তা সেরহি বোলভিনোভ বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, রুশ সেনারা চলে যাওয়ার পর খারকিভ থেকে ৫৩৪ জন বেসামরিক নাগরিকের লাশ পেয়েছেন তারা। যার মধ্যে রয়েছে ১৯টি শিশু। 

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র ইজিয়ামেই ৪৪৭টি লাশ পেয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা ২২টি টর্চার সেলের সন্ধান পেয়েছেন। 

এদিকে বর্তমানে পুরো খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে হামলা চালানো শুরুর পর মাত্র সাতদিনের ব্যবধানে বিশালাকার এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে সমর্থ হয় ইউক্রেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Tag :

রুশ সেনারা চলে যাওয়ার পর মিলল কয়েকশ লাশ 

Update Time : ০৭:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে সেপ্টেম্বরে পিছু হটতে বাধ্য হয় রুশ সেনারা। ওই সময় খারকিভে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তাদের তড়িৎ গতির আক্রমণে রুশ সেনারা টিকতে পারেনি। ফলে তারা লুহানেস্কের দিকে পিছিয়ে যায়। 

রুশ সেনারা খারকিভ ছাড়ার পরই শোনা যাচ্ছিল সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। 

খারকিভ পুলিশের কর্মকর্তা সেরহি বোলভিনোভ বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, রুশ সেনারা চলে যাওয়ার পর খারকিভ থেকে ৫৩৪ জন বেসামরিক নাগরিকের লাশ পেয়েছেন তারা। যার মধ্যে রয়েছে ১৯টি শিশু। 

পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র ইজিয়ামেই ৪৪৭টি লাশ পেয়েছেন তারা। তিনি আরও জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা ২২টি টর্চার সেলের সন্ধান পেয়েছেন। 

এদিকে বর্তমানে পুরো খারকিভের নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের হাতে রয়েছে। সেপ্টেম্বরের শুরুতে হামলা চালানো শুরুর পর মাত্র সাতদিনের ব্যবধানে বিশালাকার এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে সমর্থ হয় ইউক্রেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান