ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রোববার থেকে ফের অনশনে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা

Reporter Name

ফাইল ফটো

খুলনাঃ

তিন দফা আলোচনায় কোন কাজ হয়নি। মজুরী কমিশন বাস্তাবায়নসহ ১১ দফা দাবি আদায় হয়নি শ্রমিকদের। দাবি আদায়ের জন্য মুলতবী রাখা আমরণ অনশন আবারও শুরু করবেন খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা। আগামী রোববার থেকে আবারও স্ব স্ব মিলগেটে আগের মতই অনশনে বসবেন তারা।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক-নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকরা এই বৈঠককে সময়ক্ষেপনের বৈঠক বলে দাবি করেছেন।

তৃতীয় দফায় অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রীসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কী না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু শুধু সময়ক্ষেপণ করার জন্য এক মাসের কথা বলা হচ্ছে।

বৈঠকে অংশ নেয়া খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেওয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা ফের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে নিজ নিজ মিল গেটের সামনে অনশন কর্মসূচি শুরু করেছিলেন শ্রমিকরা। তীব্র শীতের মধ্যে টানা চারদিন ওই কর্মসূচি পালন করে অসুস্থ্য হয়ে পড়েন শতাধিক শ্রমিক। অনশন চলাকালে দুই শ্রমিকও মৃত্যুবরণ করেন।

About Author Information
আপডেট সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯
৩২০ Time View

রোববার থেকে ফের অনশনে যাচ্ছেন রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা

আপডেট সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯

খুলনাঃ

তিন দফা আলোচনায় কোন কাজ হয়নি। মজুরী কমিশন বাস্তাবায়নসহ ১১ দফা দাবি আদায় হয়নি শ্রমিকদের। দাবি আদায়ের জন্য মুলতবী রাখা আমরণ অনশন আবারও শুরু করবেন খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা। আগামী রোববার থেকে আবারও স্ব স্ব মিলগেটে আগের মতই অনশনে বসবেন তারা।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পাটকলের শ্রমিক-নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকরা এই বৈঠককে সময়ক্ষেপনের বৈঠক বলে দাবি করেছেন।

তৃতীয় দফায় অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রীসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কী না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু শুধু সময়ক্ষেপণ করার জন্য এক মাসের কথা বলা হচ্ছে।

বৈঠকে অংশ নেয়া খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেওয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা ফের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে নিজ নিজ মিল গেটের সামনে অনশন কর্মসূচি শুরু করেছিলেন শ্রমিকরা। তীব্র শীতের মধ্যে টানা চারদিন ওই কর্মসূচি পালন করে অসুস্থ্য হয়ে পড়েন শতাধিক শ্রমিক। অনশন চলাকালে দুই শ্রমিকও মৃত্যুবরণ করেন।