ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লঘুচাপের প্রভাবে অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১৭৪ বার পড়া হয়েছে।

ঢাকা:

লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ আগস্ট) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির দেখা না মিললেও মাঝে মাঝেই মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে রোদ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা স্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ২৫ কিলোমিটার বা এর বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ১০৫ মিলিমিটার। ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

লঘুচাপের প্রভাবে অব্যাহত থাকতে পারে ভারী বৃষ্টি

Update Time : ১২:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১

ঢাকা:

লঘুচাপের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায়ও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ আগস্ট) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টির দেখা না মিললেও মাঝে মাঝেই মেঘের ফাঁকে উঁকি দিচ্ছে রোদ।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’

ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার যা স্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ২৫ কিলোমিটার বা এর বেশি বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সন্দ্বীপে ১০৫ মিলিমিটার। ঢাকায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।