বৃহস্পতিবার রাত ১০টা থেকে গাবতলীতে হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে অপেক্ষা করে প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৮টায় টিকিট হাতে পেয়েছেন রায়হান নামে এক যাত্রী।

নীলফামারীর এই যাত্রী পেয়েছেন ৩১ আগস্টের টিকিট। তবে তিনি চেয়েছিলেন ২৯ বা ৩০ তারিখের টিকিট

কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ার কারণ হিসেবে কাউন্টার থেকে তাকে জানানো হয়েছে, টিকিট ছাড়ায় ১ থেকে দেড় ঘণ্টার মধ্যেই অগ্রিম টিকিট শেষ হয়ে
যায়। এত লম্বা সময় লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত দিনের টিকিট হাতে না পেয়ে হতাশই হয়েছেন তিনি।

শুক্রবার থেকে শুরু হয়েছে ঈদ সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি। সকাল সাড়ে ৭টায় রাজধানীর সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলীর হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে কথা হয় মিরপুরে একটি পোশাক কারখানায় কর্মরত রায়হানের সঙ্গে।

রায়হানের মতো আরও অনেকেই পাননি কাঙ্ক্ষিত দিনের টিকিট। তবে এখনও বাড়তি দাম রাখা হচ্ছে- এমন অভিযোগ কেউ করেননি।

শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। প্রতিবছরের মতো এবারও এই টিকিট পেতে রয়েছে দীর্ঘ লাইন। সরেজমিনে দেখা গেছে ৩০ ও ৩১ আগস্টের টিকিটের চাহিদাই বেশি।

বাস-মালিকদের আশঙ্কা ছিল কম ছুটি ও বৃষ্টির কারণে এবারে যাত্রী সংখ্যা কম হতে পারে। তবে টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড়ে দৃশ্যত হারিয়ে গেছে সে শঙ্কা।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ছাড়াও কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেটসহ বিভিন্ন স্থানের কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here