ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় তিন সেনা নিহত

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বিতর্কিত কাশ্মীর অঞ্চলের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার রাতের এই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ভারত।

১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু’জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

ফরাসী বার্তা সংস্থা এএফপি এক টুইটে বলেছে, বেইজিং অভিযোগ করেছে যে সীমান্ত অতিক্রম করে চীনা সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।

ভারতের দিকে তিনজন নিহত হওয়ার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনও মন্তব্য করেননি।

এই মুহুর্তে ঘটনাস্থলেই (গালওয়ান ভ্যালি) দু’পক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে। যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।

About Author Information
আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
৩২৮ Time View

লাদাখে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় তিন সেনা নিহত

আপডেট সময় : ০৩:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

সবুজদেশ ডেস্কঃ

বিতর্কিত কাশ্মীর অঞ্চলের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সোমবার রাতের এই সংঘর্ষে দুই দেশের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ভারত।

১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল। ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দু’জন সেনা জওয়ান নিহত হয়েছেন বলে ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে।

ফরাসী বার্তা সংস্থা এএফপি এক টুইটে বলেছে, বেইজিং অভিযোগ করেছে যে সীমান্ত অতিক্রম করে চীনা সামরিক বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ভারত।

ভারতীয় সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে গালওয়ান উপত্যকায় যখন উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলছিল, তখনই দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন হতাহত হন।

ভারতের দিকে তিনজন নিহত হওয়ার খবর জানানো হলেও কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারতীয় সেনা কোনও মন্তব্য করেননি।

এই মুহুর্তে ঘটনাস্থলেই (গালওয়ান ভ্যালি) দু’পক্ষের সিনিয়র সেনা কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আলোচনা চালাচ্ছেন বলেও জানানো হয়েছে। যার অর্থ, গত রাতের সংঘর্ষের পর এখন আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।