ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লালবাগের প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

Reporter Name

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে যায়।

দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে মাহফুজ রিবেন জানান।

স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

তারা বলেন, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লাস্টিকসামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।

এদিকে আগুনের পর পরই লালবাগ, ইসলামবাগ ও আলীরঘাট এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান যুগান্তরকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষতি এখনও নির্ধারণ করা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

About Author Information
আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
৯১৫ Time View

লালবাগের প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে যায়।

দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে মাহফুজ রিবেন জানান।

স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

তারা বলেন, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লাস্টিকসামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।

এদিকে আগুনের পর পরই লালবাগ, ইসলামবাগ ও আলীরঘাট এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান যুগান্তরকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষতি এখনও নির্ধারণ করা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।