ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগড়ায় ‘৫০০ টাকার জন্য’ যুবককে পিটিয়ে হত্যা

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

নড়াইলঃ

লোহাগড়ায় মাত্র ৫০০ টাকার জন্য এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে।

নিহত সৈয়দ আলী (২০) উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে পাশের লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের নাছির শেখের ছেলে নাজমুল শেখের কাছে ৫০০ টাকা পেত। পাওনা টাকার জন্য গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে সৈয়দ আলী কামার গ্রামের নাজমুল শেখের বাড়িতে আসে এবং পাওনা টাকা চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ও তার বাবা নাছিরসহ অন্যরা কাঠ দিয়ে সৈয়দ আলীকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আলী।

এঘটনায় অভিযুক্ত নাসির (৪৮) ও তার ছেলে নাজমুলকে (২২) পুলিশ আটক করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

লোহাগড়ায় ‘৫০০ টাকার জন্য’ যুবককে পিটিয়ে হত্যা

Update Time : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

নড়াইলঃ

লোহাগড়ায় মাত্র ৫০০ টাকার জন্য এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে।

নিহত সৈয়দ আলী (২০) উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের হালদা গ্রামের আজিজার রহমানের ছেলে পাশের লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের নাছির শেখের ছেলে নাজমুল শেখের কাছে ৫০০ টাকা পেত। পাওনা টাকার জন্য গত শনিবার রাত আনুমানিক আটটার দিকে সৈয়দ আলী কামার গ্রামের নাজমুল শেখের বাড়িতে আসে এবং পাওনা টাকা চায়। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নাজমুল ও তার বাবা নাছিরসহ অন্যরা কাঠ দিয়ে সৈয়দ আলীকে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আলী।

এঘটনায় অভিযুক্ত নাসির (৪৮) ও তার ছেলে নাজমুলকে (২২) পুলিশ আটক করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।