ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ইউএনও লাঞ্ছিত

ছবি সংগৃহীত-

 

কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়ার আগে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে জনতার হাতে লাঞ্ছিত ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

তার মধ্যে ছিল আজ সকাল ৮টায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৮টার আগে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত দিনের মতো শহীদ বেদিতে শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া মাইকেরও কোনো ব্যবস্থা নেই।

এমন পরিবেশ দেখে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসেন মে শহীদ বেদিতে আসেন ৮টা পাঁচ মিনিটে। এতে ক্ষোভ থেকে নির্বাহী কর্মকর্তা উছেন মে সকাল ৮টা পাঁচ মিনিটে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।

পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে ও সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী কর্মকর্তা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ‘শহীদ বেদিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও এখন পুরোপুরি শান্ত আর কোনো ঝামেলা নেই। সরকারি প্রগ্রাম ইউএনও মহোদয় উপস্থিত থাকাবস্থায় ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে ইউএনও লাঞ্ছিত

Update Time : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

 

কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দেওয়ার আগে বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া গেছে । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে জনতার হাতে লাঞ্ছিত ও তাকে বহন করা গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

তার মধ্যে ছিল আজ সকাল ৮টায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৮টার আগে কোটচাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিগত দিনের মতো শহীদ বেদিতে শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এ ছাড়া মাইকেরও কোনো ব্যবস্থা নেই।

এমন পরিবেশ দেখে শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সবার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। এর মধ্যে সকাল ৮টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসেন মে শহীদ বেদিতে আসেন ৮টা পাঁচ মিনিটে। এতে ক্ষোভ থেকে নির্বাহী কর্মকর্তা উছেন মে সকাল ৮টা পাঁচ মিনিটে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে লাঞ্ছিত করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়।

পরে সকাল ১০টার দিকে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলে ও সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতা নিয়ে নির্বাহী কর্মকর্তা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, ‘শহীদ বেদিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলেও এখন পুরোপুরি শান্ত আর কোনো ঝামেলা নেই। সরকারি প্রগ্রাম ইউএনও মহোদয় উপস্থিত থাকাবস্থায় ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে।

সবুজদেশ/এসইউ