শাকিব খানের নায়িকা হচ্ছেন না তানজিন তিশা
সবুজদেশ ডেস্কঃ
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটক-টেলিফিল্মের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে গুঞ্জন উড়ছে, বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তা-ও ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। এ গুঞ্জনের ডালপালা যখন মেলছে, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।
এই গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেছেন তানজিন তিশা। তার ভাষায়—‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’
পাশাপাশি তিনি মিথ্যা তথ্য না ছড়ানোর আহ্বান জানান সবাইকে।
এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, “নায়িকার বিষয়টি এখনই কিছু বলতে চাই না। তবে তানজিন তিশার বিষয়টি সত্যি নয়। নায়িকার বিষয়টি আপাতত চমক হিসেবেই রাখছি।”