ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় বিএনপির সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৭

ছবি সংগৃহীত-

 

যশোরের শার্শায় বিএনপির সমাবেশে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বোমা বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেছে, বিএনপির সমাবেশের আগে থেকেই ওই ইউনিয়নের দুটি গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এদিন বিকেল ৩টায় শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজনা চলছিল। এ কারণে মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সাথে ১২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় দু’গ্রুপের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

শার্শায় বিএনপির সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৭

Update Time : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

 

যশোরের শার্শায় বিএনপির সমাবেশে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও বোমা বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা বলেছে, বিএনপির সমাবেশের আগে থেকেই ওই ইউনিয়নের দুটি গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এদিন বিকেল ৩টায় শার্শা উপজেলা বিএনপির একাংশের নেতারা নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়।

সোমবার থেকেই সমাবেশ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজনা চলছিল। এ কারণে মঙ্গলবার সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর একটার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে। একই সাথে ১২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় দু’গ্রুপের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজদেশ/এসইউ