ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ঝালকাঠি-১ আসনের আওয়ামী স্বৈরাচারের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে নেওয়ার পথে তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার বাড়িতে ও গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত (কাঁঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে) উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের ৩টি গ্লাস ভেঙে যায়।

এ খবর শুনে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওনা করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভিন্ন পথ দিয়ে সাংগর গ্রামের বাড়িতে কিছুক্ষণ অবস্থান নিয়ে শাহজাহান ওমর রাজাপুর থানায় অভিযোগ করেত যান। তিনি সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে।

এদিকে শাহজাহান ওমরের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবুজদেশ/এসইউ

 

About Author Information
আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
৯ Time View

শাহজাহান ওমরকে জুতা ও ডিম নিক্ষেপ

আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

 

ঝালকাঠি-১ আসনের আওয়ামী স্বৈরাচারের সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক নেতা মেজর (অব.) শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে নেওয়ার পথে তার ওপর জুতা ও ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার বাড়িতে ও গাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত (কাঁঠালিয়া) আদালতে হাজির করা হলে বিচারক আফরোজা বিনতে শহীদ কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী হয়ে শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে) উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় শাহজাহান ওমরের বাসভবন মেহজাবিনে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে বাসভবনের ৩টি গ্লাস ভেঙে যায়।

এ খবর শুনে বৃহস্পতিবার সকালে বরিশালের বাসা থেকে শাহজাহান ওমর তার গাড়ি নিয়ে রাজাপুরের বাসার উদ্দেশে রওনা করেন। বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। ভিন্ন পথ দিয়ে সাংগর গ্রামের বাড়িতে কিছুক্ষণ অবস্থান নিয়ে শাহজাহান ওমর রাজাপুর থানায় অভিযোগ করেত যান। তিনি সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পুলিশ থানার প্রধান ফটক আটকে দিয়ে শাহজাহান ওমরকে ভেতরে বসিয়ে রাখে।

এদিকে শাহজাহান ওমরের বিচার দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, শাহজাহান ওমর বিএনপি ও সাধারণ মানুষের সঙ্গে বেইমানি করেছে। মীর জাফর শাহজাহান ওমরের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, কাঁঠালিয়া থানার একটি মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবুজদেশ/এসইউ