ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকের ঘুষিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী অসুস্থ

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে এবার শিক্ষকের ঘুষিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী মীম খাতুন (১০) অসুস্থ হয়ে পড়েছে। গত ৫ দিনে দুই দফায় চিকিৎসা নিয়েও তার বমি বন্দ হচ্ছে না।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মীমের পিতা শেখ ওলিয়ার রহমান। মীম খাতুন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

ছাত্রীর পিতা শেখ ওলিয়ার রহমান বলেন, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তার মেয়ে বিদ্যালয়ে গিয়ে পড়া না পারায় মাঝিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুল হাদি তার বুকে সজোরে ঘুষি মারে। এদিন রাতে সে অসুস্থ্য হয়ে বমি করতে থাকে। এসময় মীম শিক্ষকের ঘুষি মারার বিষয়টি অভিভাবকদের জানায়। পরে তাকে বাগেরহাট শহরের একজন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারী) আবার অসুস্থ্য হয়ে বমি করতে লাগলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসা হয়।

ছাত্রীর মা বলেন, ওই শিক্ষক আংটি হাতে দেয়া অবস্থায় তার মেয়েকে জোরে ঘুষি মারেন।

অভিযুক্ত শিক্ষক সামছুল হাদি বলেন, ওই ছাত্রীকে তিনি কিল মেরেছিলেন। যা অসতর্কতা বসত: লেগেছে।

এবিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস বলেন, কোন শিক্ষার্থীকে শারীরিক বা মানুষিক আঘাত প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এটা কোন ক্রমেই কাম্য নয়। খোজ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

About Author Information
আপডেট সময় : ০৯:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
৪৪৯ Time View

শিক্ষকের ঘুষিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী অসুস্থ

আপডেট সময় : ০৯:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটে এবার শিক্ষকের ঘুষিতে পঞ্চম শ্রেণীর ছাত্রী মীম খাতুন (১০) অসুস্থ হয়ে পড়েছে। গত ৫ দিনে দুই দফায় চিকিৎসা নিয়েও তার বমি বন্দ হচ্ছে না।

শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মীমের পিতা শেখ ওলিয়ার রহমান। মীম খাতুন বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

ছাত্রীর পিতা শেখ ওলিয়ার রহমান বলেন, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তার মেয়ে বিদ্যালয়ে গিয়ে পড়া না পারায় মাঝিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সামছুল হাদি তার বুকে সজোরে ঘুষি মারে। এদিন রাতে সে অসুস্থ্য হয়ে বমি করতে থাকে। এসময় মীম শিক্ষকের ঘুষি মারার বিষয়টি অভিভাবকদের জানায়। পরে তাকে বাগেরহাট শহরের একজন চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারী) আবার অসুস্থ্য হয়ে বমি করতে লাগলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে আসা হয়।

ছাত্রীর মা বলেন, ওই শিক্ষক আংটি হাতে দেয়া অবস্থায় তার মেয়েকে জোরে ঘুষি মারেন।

অভিযুক্ত শিক্ষক সামছুল হাদি বলেন, ওই ছাত্রীকে তিনি কিল মেরেছিলেন। যা অসতর্কতা বসত: লেগেছে।

এবিষয়ে বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পূরবী রানী দাস বলেন, কোন শিক্ষার্থীকে শারীরিক বা মানুষিক আঘাত প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। এটা কোন ক্রমেই কাম্য নয়। খোজ নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।