মালিবাগ শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার মালিহা (১৫) মঙ্গলবার রাতে ঢাকার মালিবাগের গুলবাগে তার বাড়িতে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিলেন।
তার বাবা মোহাম্মদ আলী ভূঁইয়া মামলা করার পর বুধবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষক আমেনা পারভীন রিমিকে (৪২) পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।
মালিহা তার ব্যাগে একটি চিরকূটে তার মৃত্যুর জন্য শিক্ষক রিমিকে দায়ী করে লিখে গেছেন বলে তার পরিবারের দাবি।
এই অভিযোগ জানিয়ে মেয়ের আত্মহত্যার জন্য শিক্ষক রিমিকে প্ররোচনার আসামি করে আলী ভুঁইয়া মঙ্গলবার রাতেই মামলা করেন বলে শাহজাহানপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
ওই মামলার তদন্তভার পাওয়া এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে গুলবাগের বাসা থেকে স্কুলে আসার সময় রাস্তায় তাকে (রিমি) গ্রেপ্তার করার পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।”
মামলায় অভিযোগ করা হয়েছে, মালিহাকে ওই শিক্ষক সবসময় ‘অবহেলা’ করতেন এবং তার সঙ্গে ‘খারাপ আচরণ করতেন। তাছাড়া পরীক্ষায় তাকে নম্বরও ‘কম দিতেন’।
এসব অভিযোগ আসলে ঠিক কি না বা কতটুকু সত্য, তা তদন্ত করে দেখা হবে বলে জানান মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন।