শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে অভিভাবক নিহত
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে শিশুদের ক্রিকেট খেলার নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব মেটাতে গিয়ে আহত এক অভিভাবক গতকাল বুধবার রাতে মারা গেছেন।
গত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিপুল শেখ (৪৫) নামের ঐ অভিভাবক মারা যান। তিনি পরাণপুর গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক বলেন, ‘গতকাল বুধবার সকালে পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অভিভাবকরা এর মীমাংসা করেন।’
‘শিশুদের ওই দ্বন্দ্বের জেরে রাত ৮টার দিকে বিপুল শেখের সঙ্গে অন্য অভিভাবকদের পুনরায় বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই অভিভাবকদের মধ্যে কারো হাতে থাকা ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়,’ যোগ করেন ওসি।
আজ বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। তবে ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।