ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে।

বাগেরহাটঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিব খান (২৬) নামের এক কাঠ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৮ আগস্ট) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার রাজৈর গ্র্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে রবিবার রাতে নির্যাতিতা ওই শিশুর বাবা বাদী হয়ে রাকিবসহ দুইজনের নামে ধর্ষণের অভিযোগ এনে মামালা দায়ের করেন। সোমবার বিকেলে রাকিবকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শিশুটির ২২ ধারায় জবানবন্দীও সম্পন্ন করা হয়েছে।

গ্রেপ্তার রাকিব মোরেলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামের আবুল বাশার খানের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, শনিবার দুপুরে বাড়ি ফাকা পেয়ে ঘরে প্রবেশ করে ওই শিশুকে ধর্ষণ করে রাকিব। পরবর্তীতে বাবা মা বাড়িতে আসলে শিশুটি পুরো ঘটনা জানান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাকিবের বিরুদ্ধে ধর্ষণ এবং অন্য একজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ এনে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। মামলার পরেই আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

শিশু ধর্ষণের অভিযোগে কাঠমিস্ত্রি গ্রেপ্তার

Update Time : ০৭:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

বাগেরহাটঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিব খান (২৬) নামের এক কাঠ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৮ আগস্ট) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার রাজৈর গ্র্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এর আগে রবিবার রাতে নির্যাতিতা ওই শিশুর বাবা বাদী হয়ে রাকিবসহ দুইজনের নামে ধর্ষণের অভিযোগ এনে মামালা দায়ের করেন। সোমবার বিকেলে রাকিবকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। শিশুটির ২২ ধারায় জবানবন্দীও সম্পন্ন করা হয়েছে।

গ্রেপ্তার রাকিব মোরেলগঞ্জ উপজেলার রাজৈর গ্রামের আবুল বাশার খানের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, শনিবার দুপুরে বাড়ি ফাকা পেয়ে ঘরে প্রবেশ করে ওই শিশুকে ধর্ষণ করে রাকিব। পরবর্তীতে বাবা মা বাড়িতে আসলে শিশুটি পুরো ঘটনা জানান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাকিবের বিরুদ্ধে ধর্ষণ এবং অন্য একজনের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ এনে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। মামলার পরেই আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।