শীতার্তদের পাশে ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ
ঝিনাইদহঃ
সারাদেশে শৈতপ্রবাহ। কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচন্ড এই শীতে ছিন্নমুল মানুষেরা আছেন সবচেয়ে কষ্টে। তীব্র শীতে যখন সবাই কম্বল গায়ে দিয়ে গভীর ঘুমে তখন কষ্টে রাত কাটাচ্ছে ছিন্নমূল মানুষরা।
এসকল অসহায়, দুস্থ ও শীতার্তদের একটু উষ্ণতার জন্য কম্বল নিয়ে হাজির ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ব্লাড ব্যাংক অব কালীগঞ্জ।
শুক্রবার রাতে উপজেলার মোবরকগঞ্জ রেল স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় প্রায় ৩০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের উপদেষ্টা লায়ন বি এম সবুজ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান ডিটু, এএসএম আল মাসুম, তানজির রহমান তকি, কামরুজ জামান খান, মোঃ ফজলে রাব্বী স্বপ্ন, সোহান আলম, স্বাধীন ইসলাম, রাকিব মিরাজ, আশিক ইলাহি, দোদায়েভ নূর প্রিয়, তাহমিনা তাসনিম লিজা, শেখ অবন্তি, আহমেদ লিখন, শেখ ফিরোজ আসিফ প্রমুখ।
ব্লাড ব্যাংক কালীগঞ্জ ইতিমধ্যে উপজেলায় রক্তদান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকে।