জ্ঞান, উন্নয়ন ও ঐতিহ্যের উৎসবে সংযোগ হোক নতুন সম্ভাবনা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজনে দিনব্যাপী শুরু হয়েছে কালীগঞ্জ উৎসব।
বুধবার ( ০২ এপ্রিল ) সকাল ৯টায় ভূষণ স্কুল সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফিতা কেটে উদ্ধোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
কালীগঞ্জ উৎসবে অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ উৎসব চলবে সন্ধ্যা পর্যন্ত ।
এই আয়োজনে মিডিয়া পার্টনার হয়েছে অনলাইন সংবাদমাধ্যম সবুজদেশ নিউজ ডটকম।
সবুজদেশ/এসইউ