ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেখের বেটি কখনো অন্যায়কারীকে ক্ষমা করেন না : কাদের

  • Reporter Name
  • Update Time : ০৭:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে।

সবুজদেশ ডেস্কঃ

শেখের বেটি কখনো কোনো অন্যায়কারীকে ক্ষমা করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “ছাত্রলীগের নামে যারা অপকর্ম করছেন তারা ছাত্রলীগ নয় দুর্বৃত্ত। তাদের জন্য আওয়ামী লীগের অর্জন ম্লান হতে পারে না।”

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, “অপকর্মকারীদের বিরুদ্ধেও খেলা হবে। কেউ ক্ষমা পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। অন্যায় করলে সে যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।”

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে সাফ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কোন কারণে সরকার পদত্যাগ করবে। বিএনপি-জামায়াতের সহিংসতা ও আগুন সন্ত্রাসকে আওয়ামী লীগ ভয় পায় না।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। তাই এই অগ্নিসন্ত্রাসকে প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সর্তক পাহারা দেবে।”

চলমান রিজার্ভ সংকটের বিষয়টি তুলে ধরে কাদের বলেন, “আগামী ৬ মাসের বিজার্ভ জমা আছে। আগামী ২০২৬ সালে এটি দ্বিগুণ দাঁড়াবে। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে শেখ হাসিনার ঘুম নেই। তিনি জেগে আছেন দেশের মানুষের কল্যানে।”

Tag :

শেখের বেটি কখনো অন্যায়কারীকে ক্ষমা করেন না : কাদের

Update Time : ০৭:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

শেখের বেটি কখনো কোনো অন্যায়কারীকে ক্ষমা করেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “ছাত্রলীগের নামে যারা অপকর্ম করছেন তারা ছাত্রলীগ নয় দুর্বৃত্ত। তাদের জন্য আওয়ামী লীগের অর্জন ম্লান হতে পারে না।”

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, “অপকর্মকারীদের বিরুদ্ধেও খেলা হবে। কেউ ক্ষমা পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। অন্যায় করলে সে যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।”

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে সাফ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কোন কারণে সরকার পদত্যাগ করবে। বিএনপি-জামায়াতের সহিংসতা ও আগুন সন্ত্রাসকে আওয়ামী লীগ ভয় পায় না।”

তিনি বলেন, “বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা দেশের নিরীহ মানুষদের হত্যা করেছে। তাই এই অগ্নিসন্ত্রাসকে প্রতিরোধে আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ সর্তক পাহারা দেবে।”

চলমান রিজার্ভ সংকটের বিষয়টি তুলে ধরে কাদের বলেন, “আগামী ৬ মাসের বিজার্ভ জমা আছে। আগামী ২০২৬ সালে এটি দ্বিগুণ দাঁড়াবে। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে শেখ হাসিনার ঘুম নেই। তিনি জেগে আছেন দেশের মানুষের কল্যানে।”