নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপায় হাসান মন্ডল (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাসান মন্ডল উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামের শওকত মন্ডলের ছেলে।
শুক্রবার বিকেলে উপজেলার শেখপাড়া-ত্রিবেণী দুলালপুরের মাঠে লাশটি দেখতে পাই এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
হাসানারে পিতা শওকত মন্ডল জানান, আমার ছেলে সকালে গরুর ঘাষ কাটার জন্য কাঁচি ও বস্তা নিয়ে বাড়ি থেকে বের হয়। সারাদিন সে বাড়ি ফেরেনি। বাড়িতেও এমন কোন ঝামেলা বা ঝগড়া হয়নি যে সে আত্মহত্যা করবে।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশের পাশ থেকে বিষের বোতল ও মিষ্টি পাওয়া গিয়েছে। আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। আলামত উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।