শৈলকুপা প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় ক্লিনিকে সিজারের মাধ্যমে জমজ নবজাতক ভুমিষ্টের কয়েক ঘন্টার মাথায় মারা গেছে খাদিজা খাতুন নামের এক প্রসূতি। শুক্রবার রাত ১০টার দিকে নুরজাহান ক্লিনিকে এই প্রসূতি মারা গেছে। তার বাড়ি হাকিমপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে। ঘটনাটি রাতেই ২ লাখ টাকার বিনিময়ে রফা করা হয়েছে বলে জানা গেছে। এই মৃত্যু প্রসঙ্গে ক্লিনিকটিতে অপারেশনকারী ডাক্তার আমিন মোস্তফা বলছেন, ডাক্তারি ভাষায় এটাকে এমআই বা এক ধরনের strok বলে। অপারেশন বা সিজারে কোন ভূল ছিল না বলেও দাবি করছেন ডাক্তার। বিকাল ৪ টার দিকে সিজারের মাধ্যমে জমজ ছেলে সন্তান ভূমিষ্ট হয়, বাচ্চা দুটি সুস্থ্য আছে। এদিকে হঠাৎ প্রসূতি মায়ের এমন মৃত্যু মেনে নিতে পারছে না তাদের পরিবার ও স্বজনেরা। ঘটনা জানার পর ক্লিনিকে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। ঘটনাস্থলে পুলিশও অবস্থান করে। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ক্লিনিক কর্তৃপক্ষ ২ লাখ টাকার বিনিময়ে বিষয়টি রফা করেছে ঐ পরিবারের সাথে। এই টাকা ঈদের আগে ১ লাখ দিবে বাকী টাকা ঈদের পর দেবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here