শৈলকুপায় হোম কোয়ারেন্টাইন মানছেন না ঢাকা ফেরতরা
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিদেশ থেকে ফেরতরা হোম কোয়ারেন্টাইনে থাকলেও রাজধানী ঢাকা ও বিভিন্ন বিভাগীয় শহর থেকে আসা কয়েক শত বাড়ি ফেরা মানুষ নিয়ে শঙ্কিত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যঝুঁকি নিয়ে দূরদূরান্ত থেকে আসা এসব মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে স্থানীয়দের সঙ্গে হাট-বাজার ও পাড়া মহল্লায় আড্ডা দিচ্ছেন। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।
এদিকে, উপজেলার বিভিন্ন সাপ্তাহিক হাট বাজারে বন্ধ থাকলেও বিভিন্ন মোড়ে মোড়ে ও গ্রামের চায়ের দোকানে সকাল ও বিকেলে বিপুল সংখ্যক লোকের সমাগম হচ্ছে। হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্যকারীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জনসমাগম নিষিদ্ধ থাকলেও উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে অবাধে চলছে কেনাকাটা। এছাড়া হোম কোয়ারেন্টাইনে না থেকে ঢাকা ও বিভিন্ন শহর থেকে আসা লোকজন স্থানীয়দের সাথে মিশে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী।
ঢাকা থেকে আসা নাম প্রকাশ্যে অনিশ্চুক এক ব্যক্তি বলেন, আমার তো সমস্যা নাই। গ্রামে পাড়া-পড়শিদের সাথে ঘুরলে সমস্যা কি? বাইরে বের হলেও মাস্ক ব্যবহার তো করছি। আমরা তো এদেশেই ছিলাম। তাহলে তো কোনো সমস্যা নাই তাই না।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চেষ্টা করছি মানুষজন যেন এক জায়গায় সমাগম না হয়। সেজন্য উপজেলার সব জায়গাতেই প্রশাসনের অভিযান চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদ আল মামুন জানান, বেশকিছু মানুষ ঢাকা ও বিভাগীয় শহর থেকে শৈলকুপা উপজেলায় প্রবেশ করেছে। এদেরকে কোয়ারেন্টাইনে রাখা কঠিন হয়ে পড়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহবান জানিয়েছেন উপজেলার শীর্ষ দুই কর্মকর্তা।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য প্রত্যেক সদস্যকে তাদের ঘরে থাকা নিশ্চিত করা। সেই নিশ্চিত করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা সেটা করব।
তিনি আরো বলেন, কেউ যদি আইন অমান্য করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই জনগণের সুরক্ষা।