ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকুপায় ৯টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

  • Reporter Name
  • Update Time : ০৮:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৬৬ বার পড়া হয়েছে।

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় আরও ৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের বাড়ীর মালিকের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) সরকারি খরচে নির্মিত এসব বাড়ী ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯জন ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু।

ইতিপূর্বে আরো ৯৩ জন ঘর পেয়েছেন। পর্যায়ক্রমে এ উপজেলায় আরো ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে এ সকল ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান।

Tag :

শৈলকুপায় ৯টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Update Time : ০৮:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় আরও ৯টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের বাড়ীর মালিকের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। সরকারের ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (২১ জুলাই) সরকারি খরচে নির্মিত এসব বাড়ী ভূমিহীন ও গৃহহীনদের কাছে হস্তান্তর করেন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ৯জন ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেওয়া হয়। ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু।

ইতিপূর্বে আরো ৯৩ জন ঘর পেয়েছেন। পর্যায়ক্রমে এ উপজেলায় আরো ভূমিহীন ও গৃহহীন মানুষের হাতে এ সকল ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান।