নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের শৈলকুপায় সঞ্জিত জোয়ারদার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শৈলকুপার আগুনিয়াপাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সঞ্জিত জোয়ারদার ওই গ্রামের হেমন্ত জোয়ারদারের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সঞ্জিত জোয়ারদার। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের পাশে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো ধরনের দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে আসল ঘটনা।
এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।