শৈলকুপা পৌরসভার মেয়র ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম ও তার ছেলে কাজী রাজিবের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা।
এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার নাম ভাঙ্গিয়ে পৌর মেয়র ও তার ছেলে ইউনিয়ন থেকে আসা, ভ্যান, রিক্সা ও বিভিন্ন যানবাহন থেকে জোরপুর্বক অর্থ আদায় করছে। এছাড়াও পৌর গোরস্থানের নামে নাগরিক কাছ থেকে টাকা আদায় করছে, যেখানে পৌরসভার কোন অস্তিত্ব নেই। এমন নানা ঘটনার প্রতিবাদ করায় শুক্রবার সংবাদ সম্মেলন করে মিথ্যাচার করেছে। মুলত দুর্নীতির আড়াল করার জন্যই তিনি অপপ্রচার চালাচ্ছেন।
পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম বিভিন্ন রাজাকারদের সন্তানদের সাথে নিয়ে আওয়ামী লীগের বিরোধীতা করে আসছে। এদের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।