ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকূপায় খাস জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ: আহত ২০

 

ঝিনাইদহের শৈলকূপায় জমিজমা দখল করা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালা পাড়া গ্রামের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালা পাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দবস্ত নিয়ে চাষ করে আসছেন একই গ্রামের সেলিম হোসেন। তবে ৬ই আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে উত্তেজন চলে আসছিল। তবে এর আগেও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এই ঘটনা নিয়ে শনিবার রাতে সেলিম এর সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে আমিরুলে সমর্থকরা সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আটক নেই। কোনো পক্ষই মামলা করেনি।

সবুজদেশ/এসইউ
জনপ্রিয়

শৈলকূপায় খাস জমি দখলকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষ: আহত ২০

Update Time : ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

ঝিনাইদহের শৈলকূপায় জমিজমা দখল করা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত ১টার দিকে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালা পাড়া গ্রামের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালা পাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে সরকারের নিকট থেকে বন্দবস্ত নিয়ে চাষ করে আসছেন একই গ্রামের সেলিম হোসেন। তবে ৬ই আগস্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে উত্তেজন চলে আসছিল। তবে এর আগেও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এই ঘটনা নিয়ে শনিবার রাতে সেলিম এর সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে রাত ১টার দিকে আমিরুলে সমর্থকরা সেলিমের সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শৈলকূপা থানার ওসি মাছুম খান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আটক নেই। কোনো পক্ষই মামলা করেনি।

সবুজদেশ/এসইউ