ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শৈলকূপায় ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপির জয়জয়কার, জামায়াতের ভরাডুবি

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে।

 

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, বিএনপি সমর্থিত প্যানেল প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল। দীর্ঘদিন পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় সাধারণ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে।

ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মাঝে ৪৯৩ জন ভোটার ভোট প্রদান করেন। এতে বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন পৃথক ৩টি প্যানেলে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এতে বিএনপির প্যানেল থেকে ফজলুর রহমান পেয়েছেন ২৯৬ ভোট, আব্দুর রাজ্জাক পেয়েছেন ২৯৮ ভোট, শঙ্কর বিশ্বাস পেয়েছেন ২৮৭ ভোট ও শাহিনুর রহমান ২৮৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে জামায়াত ইসলামীর প্যানেলে থেকে এরশাদ আলী পেয়েছেন ১৬৭ ভোট, কাশেম আলী পেয়েছেন ১৬৯ ভোট, বিপুল হোসেন পেয়েছেন ১৭০ ভোট ও বিল্লাহ হোসেন পেয়েছেন ১৪৯ ভোট।

বিজয়ী প্যানেলের প্রার্থীরা জানান, এই জয় জনগণের জয়। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদিকে পরাজিত জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে বিএনপি ঘরানার প্রার্থীদের দিকে ঝুঁকেছিল। তবে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

মহেশপুরে নারী ফুটবল ম্যাচে দর্শকদের হামলা

শৈলকূপায় ম্যানেজিং কমিটি নির্বাচনে বিএনপির জয়জয়কার, জামায়াতের ভরাডুবি

Update Time : ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। অপরদিকে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়, বিএনপি সমর্থিত প্যানেল প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ ছিল। দীর্ঘদিন পর এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হওয়ায় সাধারণ শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে।

ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মাঝে ৪৯৩ জন ভোটার ভোট প্রদান করেন। এতে বিএনপি, জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন পৃথক ৩টি প্যানেলে নির্বাচনে অংশ গ্রহণ করেন। এতে বিএনপির প্যানেল থেকে ফজলুর রহমান পেয়েছেন ২৯৬ ভোট, আব্দুর রাজ্জাক পেয়েছেন ২৯৮ ভোট, শঙ্কর বিশ্বাস পেয়েছেন ২৮৭ ভোট ও শাহিনুর রহমান ২৮৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে জামায়াত ইসলামীর প্যানেলে থেকে এরশাদ আলী পেয়েছেন ১৬৭ ভোট, কাশেম আলী পেয়েছেন ১৬৯ ভোট, বিপুল হোসেন পেয়েছেন ১৭০ ভোট ও বিল্লাহ হোসেন পেয়েছেন ১৪৯ ভোট।

বিজয়ী প্যানেলের প্রার্থীরা জানান, এই জয় জনগণের জয়। তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদিকে পরাজিত জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে বিএনপি ঘরানার প্রার্থীদের দিকে ঝুঁকেছিল। তবে সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবুজদেশ/এসএএস