গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের তরুণ নেতৃবৃন্দকে আপামর সাধারণ মানুষের কাছে পৌছাতে হবে। স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের নতুন বার্তা জনগণের কাছে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের তরুণ নেতারা মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মানুষের কষ্টের কথা, মানুষের প্রত্যাশার কথা জানার চেষ্টা করছি আমরা। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও আদর্শ জনগণের কাছে তুলে ধরছি। মানুষ তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়। বিগত ১৬ বছরে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে কেউ কাজ করেনি। আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মিলে জনআকাঙ্ক্ষা পূরণের রাজনীতি প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ।
এদিন বিকাল থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে গণসংযোগ করেন রাশেদ খাঁন। সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় জেলা গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসএএস