ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন ফারুকী

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন নতুন পাঁচজন। আজ ১১ নভেম্বর ড.  সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা গেছে নেই পাঁচ জনের একজন নির্মাতা মস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফারুকীর নিকটজনের কাছ থেকে। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফারুকীকে ফোন করা হলে ওপাশ থেকে অন্য রাশেদ নামে একজন ফোন রিসিভ করেন। নিজেকে ফারুকীর সহকারী পরিচয় দিয়ে বলেন, বস (ফারুকী) এখন ব্যস্ত আছেন। এই মুহূর্তে কথা বলতে পারছেন না।

প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন এবং তার সংস্কৃতি উপদেষ্টা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ বলেন, সেরকম কিছু হলে আপনারা জানতে পারবেন।

অন্য একটি সুত্র জানায়, এরইমধ্যে তিনিসহ সংস্কৃতি অঙ্গনের আরো এক চলচ্চিত্র নির্মাতার নাম শোনা যাচ্ছে। এখন বাকিটা জানা যাবে সন্ধ্যা নাগাদ।

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে। এখনও সরব ফারুকী। পট পরিবর্তনের পরবর্তী সময়েও সরব ফারুকী।

সবুজদেশ/এসইউ

 

About Author Information
আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২১ Time View

সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন ফারুকী

আপডেট সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিচ্ছেন নতুন পাঁচজন। আজ ১১ নভেম্বর ড.  সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা গেছে নেই পাঁচ জনের একজন নির্মাতা মস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি উপদেষ্টা হচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফারুকীর নিকটজনের কাছ থেকে। তিনি জানান, প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন করা হয়েছিল। তিনি প্রাথমিক প্রস্তাব পেয়েছেন। তবে, ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফারুকীকে ফোন করা হলে ওপাশ থেকে অন্য রাশেদ নামে একজন ফোন রিসিভ করেন। নিজেকে ফারুকীর সহকারী পরিচয় দিয়ে বলেন, বস (ফারুকী) এখন ব্যস্ত আছেন। এই মুহূর্তে কথা বলতে পারছেন না।

প্রধান উপদেষ্টার দফতর থেকে ফারুকীকে ফোন এবং তার সংস্কৃতি উপদেষ্টা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাশেদ বলেন, সেরকম কিছু হলে আপনারা জানতে পারবেন।

অন্য একটি সুত্র জানায়, এরইমধ্যে তিনিসহ সংস্কৃতি অঙ্গনের আরো এক চলচ্চিত্র নির্মাতার নাম শোনা যাচ্ছে। এখন বাকিটা জানা যাবে সন্ধ্যা নাগাদ।

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে। এখনও সরব ফারুকী। পট পরিবর্তনের পরবর্তী সময়েও সরব ফারুকী।

সবুজদেশ/এসইউ