ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের বার্তা-

‘সচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন ও দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে’

 

ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “আমি ঝিনাইদহে এসেছি একটি বিশেষ দায়িত্ব নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। সরকারি দপ্তরের সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাস্ত করা হবে না। প্রতিটি নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবে—এটাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জেলার পরিবেশ রক্ষায় কঠোর হতে হবে। নদী-খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, অবৈধ ইটভাটা এসব বিষয়ে আমরা কঠোর অভিযান চালাবো। ঝিনাইদহ শহরসহ বিভিন্ন উপজেলায় যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেটিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেয়া হবে। পরিকল্পিত ঝিনাইদহ ও নগর ব্যবস্থাপনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, জবাবদিহিমূলক এবং গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনভিত্তিক সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনে কোনো ধরনের প্রভাব, অনিয়ম বা আইন ভঙ্গের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, অনিয়ম দেখলে আমাকে জানাবেন। ঝিনাইদহকে একটি শান্ত, সুন্দর ও আধুনিক জেলায় রূপান্তর করতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা জেলা উন্নয়ন, দাপ্তরিক সেবা, ভুমি সেবা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সকলকে আশ্বস্ত করেন যে তিনি গঠনমূলক সমালোচনা এবং সাংবাদিকদের তথ্য-উপাত্তকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান ও জেলা তথ্য অফিসার আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার ব্যুরো চীফ মাহমুদ হাসান টিপু, ইত্তেফাকের বিমল কুমার সাহা, এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন ও কলামিষ্ট এমএ কবীর বক্তব্য রাখেন।

সবুজদেশ/এসএএস

Tag :

ভালো থাকতে চাইলে ধানের শীষে ভোট দিন: কোটচাঁদপুরে এম এ মজিদ

ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসকের বার্তা-

‘সচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন ও দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে’

Update Time : ০৭:২৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

 

ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে তিনি জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক বলেন, “আমি ঝিনাইদহে এসেছি একটি বিশেষ দায়িত্ব নিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। সরকারি দপ্তরের সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাস্ত করা হবে না। প্রতিটি নাগরিক সমানভাবে সরকারি সেবা পাবে—এটাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জেলার পরিবেশ রক্ষায় কঠোর হতে হবে। নদী-খাল দখল, বর্জ্য ব্যবস্থাপনার অব্যবস্থা, অবৈধ ইটভাটা এসব বিষয়ে আমরা কঠোর অভিযান চালাবো। ঝিনাইদহ শহরসহ বিভিন্ন উপজেলায় যে জলাবদ্ধতার সমস্যা রয়েছে, সেটিকে অগ্রাধিকার দিয়ে সমাধানের উদ্যোগ নেয়া হবে। পরিকল্পিত ঝিনাইদহ ও নগর ব্যবস্থাপনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, জবাবদিহিমূলক এবং গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনভিত্তিক সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করা হবে। নির্বাচনে কোনো ধরনের প্রভাব, অনিয়ম বা আইন ভঙ্গের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, অনিয়ম দেখলে আমাকে জানাবেন। ঝিনাইদহকে একটি শান্ত, সুন্দর ও আধুনিক জেলায় রূপান্তর করতে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা জেলা উন্নয়ন, দাপ্তরিক সেবা, ভুমি সেবা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিয়ে মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক সকলকে আশ্বস্ত করেন যে তিনি গঠনমূলক সমালোচনা এবং সাংবাদিকদের তথ্য-উপাত্তকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথিন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান ও জেলা তথ্য অফিসার আব্দুর রউফসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সম্পাদক এম রবিউল ইসলাম রবি, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার ব্যুরো চীফ মাহমুদ হাসান টিপু, ইত্তেফাকের বিমল কুমার সাহা, এনটিভি ও যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন ও কলামিষ্ট এমএ কবীর বক্তব্য রাখেন।

সবুজদেশ/এসএএস