ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানদের নিয়ে রাতে ঘুম, সকালে পুকুরে প্রবাসীর স্ত্রীর লাশ

Reporter Name

ফাইল ফটো

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী আফরোজা খাতুনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহের সন্ধান পান স্বজনরা। তাকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা স্বজনদের।

আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের শিপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শিপন বিদেশে থাকায় দুই ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতেন আফরোজা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে ঘুমান আফরোজা। তবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার সন্ধান পাচ্ছিলেন না। খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের একটি তুলা ক্ষেতে আফরোজার ব্যবহৃত ওড়না ও স্যান্ডেলের সন্ধান পাওয়া যায়। পরে প্রতিবেশী আজাদ বক্সের পুকুরে আফরোজার মরদেহ খুঁজে পায় স্বজনরা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। এ ঘটনার পেছনের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।’

About Author Information
আপডেট সময় : ১২:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
৪৪৮ Time View

সন্তানদের নিয়ে রাতে ঘুম, সকালে পুকুরে প্রবাসীর স্ত্রীর লাশ

আপডেট সময় : ১২:৫৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯

মেহেরপুরঃ

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী আফরোজা খাতুনের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহের সন্ধান পান স্বজনরা। তাকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে ধারনা স্বজনদের।

আফরোজা খাতুন মহিষাখোলা গ্রামের হাউস আলীর মেয়ে। গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের শিপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শিপন বিদেশে থাকায় দুই ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকতেন আফরোজা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ ঘরে দুই ছেলেকে নিয়ে ঘুমান আফরোজা। তবে সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন তার সন্ধান পাচ্ছিলেন না। খোঁজার একপর্যায়ে বাড়ির পাশের একটি তুলা ক্ষেতে আফরোজার ব্যবহৃত ওড়না ও স্যান্ডেলের সন্ধান পাওয়া যায়। পরে প্রতিবেশী আজাদ বক্সের পুকুরে আফরোজার মরদেহ খুঁজে পায় স্বজনরা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে। এ ঘটনার পেছনের রহস্য উন্মোচনে মাঠে নেমেছে পুলিশ।’