ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বাড়ির প্লান অনুমোদনে ঘুস নেওয়ার অভিযোগে উপজেলা প্রকৌশলী মো. আহসান হাবীবকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
গত ২০ মার্চ জনপ্রিয় নিউজ পোর্টাল সবুজ দেশ নিউজ ডটকমে “কালীগঞ্জ উপজেলা প্রকৌশলীর দুর্নীতি: উন্নয়নমূলক কাজে ২০% ঘুষ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। পরে ২৪ মার্চ এক অফিস আদেশে তাকে বাগেরহাট জেলায় বদলি করা হয়। নতুন উপজেলা প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ শাহরিয়ার আকাশ। তিনি এর আগে মহেশপুর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উপজেলা অফিস সুত্রে জানা গেছে, গত ২০ মার্চ উপজেলা প্রকৌশলীকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর দৌড়ঝাপ শুরু করেন ওই কর্মকর্তা। নিউজ প্রকাশের দিনই স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে অভিযোগকারী দুই চেয়ারম্যান ও দুইজন প্যানেল চেয়ারম্যানকে উপজেলা পরিষদে তলব করেন তিনি। এরপর সবাইকে ম্যানেজ করার চেষ্টা করেন তিনি। এছাড়াও উপজেলা প্রকৌশলী আহসান হাবীবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন ইমরান হোসেন নামে এক ঠিকাদার।
নবাগত উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, তিনি জেলা প্রকৌশল অফিসে যোগদান করেছেন। এর আগে তিনি মহেশপুর উপজেলায় দায়িত্ব পালন করেছেন।
তবে এ ব্যাপারে জানতে বদলি হওয়া প্রকৌশলী আহসান হাবীবের মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম বলেন, অফিস আদেশ নিয়ে নবাগত উপজেলা প্রকৌশলী অফিস কক্ষে সাক্ষাৎ করতে এসছিলেন।
সবুজদেশ/এসএএস