বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভর্তি কমিটির আহবায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ, কবি ও সাহিত্যিক প্রফেসর ড. শেখ ম, আমানুল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর তর্পনেন্দু মন্ডল, কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ কন্যা খন্দকার মনোয়ারা বেগম এবং শিক্ষক পরিষদের সম্পাদক মশিয়ার রহমান।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কাজী খুররম হোসাইনের পরিচালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আশাদুল কবীর, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, শেখ শফিউল করিম, রিপন হোসেন প্রমুখ শিক্ষকবৃন্দ। নবীনবরন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবুজদেশ/এসএএস