ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮মার্চ) বিকালে কলেজের মাঠ প্রাঙ্গনে কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়।
মাহ্তাব উদ্দিন কলেজ শাখা সেক্রেটারি মোঃ তালহা জোবায়েরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের মাহাতাব উদ্দিন কলেজ শাখা সভাপতি মোঃ হুসাইন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান মিঠু, ঝিনাইদহ জেলা শাখার কলেজ সম্পাদক মোঃ মাজেদুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ এইস মুর্তজা, সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদ, কালীগঞ্জ পৌর সাংগঠনিক শাখার সভাপতি আরাফাত হোসাইন, সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহ, সরকারি তিতুমীর কলেজের সাবেক সভাপতি তৌফিকুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমানসহ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকলের মাঝে রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সাথে উন্মুক্ত পরিবেশে একসাথে ইফতারি ও আলোচনা-সভার আয়োজন করতে পেরে তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবুজদেশ/এসইউ
নিজস্ব প্রতিবেদক 



















