সবুজদেশ ডেস্কঃ
গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের তারিখ পেছাল তালেবান।
শনিবার তলেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নতুন সরকার ও কেবিনেট সদস্যদের নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই এ ঘোষণা দেয় তালেবান।
পিটিআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে শুক্রবার সরকার গঠনের কথা জানায় তালেবান। পরে ওই দিন সংবাদ সম্মেলন করে তালেবান জানায়, আগামী শনিবার সরকার গঠন করা হবে। তবে আজ (শনিবার) তালেবানের মুখপাত্র জানান, আগামী সপ্তাহে তারা নতুন সরকার ঘোষণা দেবেন।
Reporter Name 




















