সরকার দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করছে: প্রতিমন্ত্রী স্বপন
যশোরঃ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। প্রতিটি এলাকায় সংস্কৃতির চর্চার সুষ্ঠ পরিবেশ তৈরি করা হচ্ছে। সরকার এমন একটি ভিত্তি দাঁড় করাতে চাই যার উপর দাঁড়িয়ে পরবর্তীতে দায়িত্ব প্রাপ্তরা যেন সংস্কৃতি চর্চ্চাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
বৃহস্পতিবার সন্ধায় যশোর শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন তির্যক যশোরের ৩২ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস, নাট্যোৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশের কাছে যশোর একটি সাংস্কৃতিক জেলা হিসেবে পরিচিতি পেয়েছে। যশোর হলো সংস্কৃতির পীঠস্থান। এমন কথা রাজধানী ঢাকাতেও বলতে শোনা যায়। বহু ধরণের চড়াই উৎরায় পেরিয়ে এখানকার অনেক সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছে। এসব অনেক সংগঠনের নিজস্ব কোন কার্যালয় নেই। ভাড়া করা কিম্বা অন্যের কাছ থেকে চেয়ে নেওয়া ঘরে সংগঠনগুলো সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে। তাদের এই সমস্যা দূর করা জন্য একটি ‘সাংস্কৃতিক ভবন’ নির্মাণের প্রচেষ্টা চলছে। যাতে সেখানে তাদের নিজস্ব একটি ঠিকানার ব্যবস্থা করা যায়।
তির্যক যশোরের সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন ও নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবু প্রমুখ।
এসময় চার জনকে প্রয়াত শিক্ষাবিদ দুলালহরি দাস ও নাট্যজন অমল মজুমদার পদক প্রদান করা হয়। নাট্য ব্যক্তিত্ব কেএস ফিরোজ ও কোলকাতার গণমাধ্যম ব্যক্তিত্ব তপন রায়কে নাট্যজন অমল কুমার পদক দেওয়া হয়। আর সংস্কৃতিজন সাধন ঘোষ ও ক্রীড়া সংগঠক সঞ্জয় রায়কে কিংবদন্তী শিক্ষাবিদ দুলালহরি দাস পদক দেওয়া হয়েছে।