সহায়তার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা : হানিফ
কুষ্টিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, করোনার কারনে দেশে অঘোষিত লকডাউন চলছে। সরকারের আবেদনে সাড়া দিয়ে মানুষ। তারা এখন ঘর থেকে বের হচ্ছে না। একারনে কর্মহীন মানুষ কিছুটা দুর্ভোগে পড়তে পারে। এজন্যই সরকার ওইসব মানুষের সব রকম সহায়তা করে যাচ্ছে। একই সাথে সামর্থবান মানুষকে ওইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি সহায়তার নামে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়েছে।
হানিফ আরও বলেন, যারা এমন অপকর্মের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সকালে কুষ্টিয়ায় মিত্র ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তিনি করোনা সংক্রমন রোধে সবাইকে ঘরের বাইরে না বেরুনোরও পরামর্শ দেন।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, মিত্র ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আব্দুল হান্নান স্বপন প্রমুখসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।