সবুজদেশ ডেস্কঃ
রাজপথে কেউ লাঠি নিয়ে এলে পাল্টা জবাব দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “সাংবাদিক সমাজ আপনারা কারও পক্ষে যাবেন না। নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করুন।”
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “কোনো কোনো মিডিয়া সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা রাতের অন্ধকারে সরকারবিরোধী কাজ করছে। সময় মতো তাদের কঠিন জবাব দেওয়া হবে।”
অনেক ছাড় দিয়েছি আর দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বলে সরকার নাকি ভয় পেয়েছে। পল্টন ময়দানে তারা সমাবেশ করতে পারেনি। তাদের অর্ধেক পরাজয় হয়ে গেছে। বাংলাদেশ যদি তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়, তাহলে খেলা হবে না। দেশ জঙ্গিবাদে ভরে যাবে।”
তিনি বলেন, “এবার খেলা হবে বিজয়ের মাসে, খেলা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। খেলা হবে স্বৈরাচারের বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে।“
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি দিবা স্বপ্ন দেখছে। যারা ফু দিলে উড়ে যাবে। নেত্রীকে বলব, আপনার আওয়ামী লীগ প্রস্তুত। আমরা ক্ষমতায় কেন আতঙ্কিত হবো। পল্টন থেকে গোলাপবাগ যেতে হয়েছে বিএনপিকে। তারা আতঙ্কিত হবে। কারণ বিএনপি সন্ত্রাসী দল।“
Reporter Name 











