গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ গ্রহন করেন।
প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রথম আলোর আজাদ রহমান, এসএ টিভির ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভির এম রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির সোহাগ আলী, কামরুজ্জামান লিটন, অবজারভার পত্রিকার আবু জাফর রাজু, চ্যানেলটোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন ও আমাদের সময় পত্রিকার খাইরুল ইসলাম নিরব প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সভায় বলা হয়, যারা সাংবাদিক হত্যা করে তারা গনতন্ত্রের দুশমন। সময় এসেছে এই সন্ত্রাসীদের প্রতিহত করার। নেতৃবৃন্দ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে প্রেস ইউনিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়। সমাবেশে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, প্রেস ইউনিটির সভাপতি সায়েদুল ইসলাম পল্লব, রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জাসদ নেতা এ্যাড আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।
সবুজদেশ/এসএএস