ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডের বিমানে উঠল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ১১:২৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ১৭৫ Time View

সবুজদেশ ডেস্কঃ

ত্রিদেশীয় সিরিজ খেলতে গতকাল শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছে বাংলাদেশ দল। অবশ্য দলের বহরে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান, জানা গেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকেই নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেবেন তিনি। এছাড়া শেখ মেহেদী এবং রিশাদ হোসেন ছিলেন না দলের সাথে।

চার স্ট্যান্ডবাই ক্রিকেটার থেকে সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম যাচ্ছেন দলের সাথে। ২ তারিখ রবিবার ব্ল্যাকক্যাপসদের দেশে পৌঁছে একদিন বিরতি দিয়েই পরদিন অনুশীলন শুরু করার কথা রয়েছে বাংলাদেশ দলের। এরপর ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।

স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।

Tag :